কসবায় আগুনে পুড়ে ছাই ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান। গত গত শুক্রবার সাড়ে দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে কুটি চৌমুহনী দমকল বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। পরে জেলা সদর থেকে আসা দুটি ও আখাউড়া থেকে একটি সহ মোট ৫ টি দমকল ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভুইয়া সহ অন্যরা। ক্ষয়ক্ষতি নিরুপনে উপজেলা সহকারী কমিশনার ভুমি সনজিব সরকারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে নিস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। বেশী ক্ষতির শিকার বাবু মুন্সী বলেন, তার ১০টি দোকানসহ দোকানের সব মালামাল চোখের সামনে পুড়ে মিশে গেছে। পুড়ে যাওয়া দোকানের দিকে তাকিয়ে আছেন নির্বাক দৃষ্টিতে। কথা বলতে তার খুব কষ্ট হচ্ছিল। তার মতো ক্ষতির শিকার সব ব্যবসায়ীরা দাড়িয়ে দাড়িয়ে নিরবে চোখের পানি ফেলছেন। তাদের আকুতি সরকারী ভাবে সহায়তার মাধ্যমে তাদের যেন পুনরায় পরিবার নিয়ে ভাল ভাবে বাঁচার একটু সুযোগ করে দেন। দমকল কর্মকর্তা আবদুল্লাহ খালেদ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রু ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টারও বেশী সময়ে আগুনে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, ক্ষয়ক্ষতি নিরুপন ও আগুন লাগার কারন জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পেয়ে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.