বিশেষ মহল ব্যবসায়ীদের মাতাল করতে চাচ্ছে; শিল্পমন্ত্রী

নরসিংদী ॥ শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সারা বিশ্বে আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বিশেষ মহল রাজনৈতিক উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা ব্যবসায়ীদের মাঝে প্রবেশ করে তাদের আজকে তাল মাতাল করতে চাচ্ছে। যাতে করে বাজারে দ্রব্যমূল্যের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। গত শুক্রবার (১১ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে এক সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী। খিদিরপুর ডিগ্রি কলেজের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালো ব্যবসায়ী ও তাদের সহযোগী যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা (বিশেষ মহল) নানা ভাবে মহড়া দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যতই পাঁয়তারা করেন কোনো লাভ নাই। জনগণ আমাদের সাথে আছে। আমরা জনগণের রাজনীতি করি। আমরা গণতন্ত্রের রজনীতি করি।’ তিনি আরও বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। রাতের আঁধারে মিছিল করে যে নির্বাচনে জয়ী হবেন, সে সুযোগ আর বাংলাদেশে নাই। তাই বলি আপনারা নির্বাচনে আসুন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন। মিটিং-মিছিল করে নির্বাচিত হওয়ার সুযোগ আর বাংলাদেশে নাই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকু জামান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্রসহ কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ৭৫ লাখ টাকা ব্যায়ে চার তলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনটি নির্মাণে কাজ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রিতা এন্টারপ্রাইজ।

Leave a Reply

Your email address will not be published.