‘ইউক্রেনের বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার পরিকল্পনা পুতিনের’

আন্তজার্তিক ডেক্স ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিন ইউক্রেনের বড় বড় শহর ও নগরীগুলোকে ‘গ্রোজনিফাই’ করার পরিকল্পনা করেছেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শান্তি চান এ ব্যাপারে আমি আশাবাদী নই। বরং আমি মনে করি তিনি দ্বিগুণ হামলা চালানোর এবং ইউক্রেনের বড় বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার সিদ্ধান্ত নিয়েছেন।” উল্লেখ্য, ‘গ্রোজনিফাই’ হল চেচনিয়ার রাজধানী শহর গ্রোজনির একটি রেফারেন্স, রাশিয়া যেশহরটিকে ১৯৯৯-২০০০ সালে অবরুদ্ধ করেছিল এবং বোমা হামলা চালিয়েছিল।
প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে গত শুক্রবার ৩০তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published.