কসবায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক চালু 

ভজন শংকর আচার্য্য কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় চালু করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে  ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত গৃহ প্রদান করা হয়েছে কালিকাপুর গ্রামের অহিদ মিয়াকে। এ উপলক্ষে কসবা থানা পুলিশের উদ্যোগে থানা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌরমেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, ওসি তদন্ত হাবিবুর রহমান, কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মোঃ সোলেমান  খান, কসবা প্রেসক্লাব সভাপতি আবদুল হান্নান ও সম্পাদক শাহআলম চৌধুরী প্রমুখ। এসময় সকল পুলিশ কর্মকর্তাগন, নারী ও পুরুষ পুলিশ সদস্যগন, সাংবাদিকগন সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.