দায়িত্বশীলতার পরিচয় — কথাও কথা কয়!

প্রশান্তি ডেক্স॥ দায়িত্বশীলতার পরিচয় হয় কাজে, কথায়, চিন্তায় এবং দৃশ্যমান বাস্তবতায়। কথাও কথা কয় বা কথায় কথা কয় এই ভাবোক্তিটি অনেক বিশালতার মাঝেও ছোট একটি ক্ষুদ্রাকৃতির কণিকা মাত্র। তবে এর বিশলাতায় এখন পৃথিবী সয়লাভ। আজকের দিনে দায়িত্বশীলরা না ভেবে বা চিন্তা না করে অথবা আগ-পিছ না ভেবেই কথা বলে থাকেন। তবে কথাগুলো সঠিক স্বল্প সময়ের জন্য হলেও কিন্তু বৃহৎ সময়ের জন্য একটি দৃষ্টান্তে বা আগামীর দলীলে রূপলাভ করে। তবে আমাদের এখন কথা বলাতেও সতর্কতা অবলম্বন করা উচিত। কারন আমরা আজ, আগামীকাল এমনকি তারপরও পৃথিবীর কল্যাণ এবং শান্তি ও স্মৃতিশীলতার পক্ষে অবস্থানরত থাকবো।
বাংলাদেশের এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, আমরা যখন ঈদে বা কোন অনুষ্ঠানে ঢাকা ত্যাগ করবো তখন গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা স্বণালংকার এর দায়িত্ব অথবা তৈজসপত্র আত্মীয়ের বাসায় রেখে যাব। কারণ স্বাধীন দেশ এবং স্বাধীন স্থীতিশীল সরকার এখনও দায়ীত্বে রয়েছেন। তবে এই দায়িত্বের ক্রমোন্নতিতে এসে এই আবস্থার প্রমান বাহক কথা বলা অনুচিত। ভেবে দেখা উচিত এবং সংশোধন করে গুরুত্ববহ এবং উপযুক্ত কথা জনসম্মুখে আনয়ন করা প্রাসঙ্গিক। সদ্য এক সভা ও অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে, আগামী ঈদে বাড়ি ফেরারা যেন তাদের জিনিসপত্র আত্মীয়ের বা যারা ঢাকায় থাকবেন তাদের বাসায় রেখে যায়? এ কেমন কথা! যিনি বলেছেন তিনার দায়িত্ব কি? কেন তিনাকে দায়িত্বে রাখা হয়েছে? আর কেন তিনি বা তিনাদের এমন অনুভুতির জন্ম হলো। তিনারা কি সরকারকে বেকায়দায় ফেলানোর প্রচেষ্টায় লিপ্ত। দেশে এমন অস্থিতিশীল পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বরং দেশ সুন্দর, শান্তি, স্থিতিশীলতা এবং অতীতের চেয়ে অনেক ভালো অবস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত লক্ষে এগিয়ে যাচ্ছে। এই সময় এমন মন্তব্য সঠিক নয় বলে মনে করি। তবে তিনি হয়তো না বুঝেই এই বক্তব্য দিয়েছেন তাই তার বক্তব্য ধরে যেন জনগণ কোন পদক্ষেপ না নেয় অথবা কোন নৈরাজ্যমুলক পরিস্থিতির চিন্তা না করে। বরং নির্ভয়ে; নিসংকোচে নির্ভার হয়ে ঈদ আনন্দ উপভোগ করুন এবং আপনার জান-মালের দায়িত্ব আল্লাহর এবং তারপরে আমাদের আস্থাশিল বিশ^স্ত জন আখাঙ্খার প্রতিফলন এই সাফল্যময় সরকারের। সরকার যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বের সফলতায় আপনিও একজন এবং আপনার সুখ-দু:খ এবং শান্তি ও নিশ্চয়তা আর স্থিতিশীলাও জড়িত। মোট কথা মৌলিক চাহিদার যোগানে সরকার বদ্ধ পরিকর এবং সফলতার সহিত উত্তির্ণ হওয়া আমাদের আগামীর উন্নত লক্ষস্থিরকারী সরকার আপনার আমার কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সুতরাং ভয় নেই আছে আনন্দ ও শান্তি, স্থিতিশীলতার নিশ্চয়তা এবং নিরাপত্তার সর্বোচ্চ দৃষ্টান্ত। আসুন আমরা ঐক্যবদ্যভাবে সরকারকে সহায়তা করি এবং এর স্থায়ীত্ব ও দীর্ঘায়ু কামনায় যাবতীয় ব্যবস্থায় সক্রিয় থাকি।

Leave a Reply

Your email address will not be published.