বিএনপি’র মিথ্যাচারে বিরক্ত জার্মান রাষ্ট্রদূত

প্রশান্তি ডেক্স॥ গত ১৭ মার্চ বিএনপি’র সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। বৈঠকের পরে বিএনপি’র পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে যা বলা হয়েছে, সেটিতে বিরক্ত জার্মান দূত।

গত বুধবার (২০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপি’র মন্তব্যে আমি অখুশি।’

বিএনপি’র কোন মন্তব্যে অখুশি হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়।’

বৈঠকটি ১৬ মার্চ হওয়ার কথা থাকলেও পরে একদিন পিছিয়ে ১৭ মার্চ করা হয় জানিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বৈঠকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলটির মহাসচিব উপস্থিত ছিলেন।’

আচিন ট্রস্টার বলেন, ‘কেউ আমাকে উদ্ধৃত করে কিছু বলুক এটা ঠিক না। আমি আমার নিজের কথা নিজেই বলতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে উদ্ধৃত করে আপনারা যেকোনও কিছু লিখতে পারেন। কিন্তু অন্য কেউ এটি করতে পারে না।’

বিএনপি’র সঙ্গে তিনি এবং তার উপপ্রধান দেখা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ।’

দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপি নির্বাচনে কেন অংশগ্রহণ করছে না সেটির ব্যাখ্যা দিয়েছে দলটি।’

Leave a Reply

Your email address will not be published.