এটিএম বুথে মিলছে পাঁচগুণ, অর্থ তোলার হিড়িক

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পাঁচশ’ রুপি তুলতে এটিএম বুথে ঢুকে অভাবনীয় বিস্ময় প্রত্যক্ষ করেছেন ভারতের এক ব্যক্তি। মহারাষ্ট্রের নাগপুর জেলায় এটিএম মেশিনে পাঁচশ’ রুপি তোলার নির্দেশনা দেওয়ার পর পাঁচটি পাঁচশ’ রুপির নোট পেয়েছেন তিনি।

পরে আবার একই নির্দেশনা দেন এবং আবারও ২৫০০ রুপি পান ওই ব্যক্তি। গত বুধবার খাপারখেদা শহরে একটি বেসরকারি ব্যাংকের বুথে এই ঘটনা ঘটে। নাগপুর শহর থেকে ওই শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।

খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দ্রুত এটিএম বুথের বাইরে ভিড় জমাতে শুরু করে গ্রাহকেরা।

খাপারখেদা থানার এক কর্মকর্তা জানান, পরে ব্যাংকের এক গ্রাহক স্থানীয় পুলিশকে সতর্ক করলে তারা দ্রুত সেখানে যান। পুলিশ এটিএম বুথ বন্ধ করে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করে।

ওই কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এটিএম মেশিনটি অতিরিক্ত অর্থ ছাড় করছিলো। তিনি আরও জানান, এটিএম বুথটিতে একশ’ রুপি রাখার ট্রেতে ভুল করে পাঁচশ’ রুপির নোট রেখে যাওয়া হয়। আর তাতেই এই ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published.