৯৯৯-এ হেলিকপ্টার সংযুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রশান্তি ডেক্স॥ যেকোনও জরুরি পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ৯৯৯ নম্বরের জন্য হেলিকপ্টার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মা সেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, ‌‌‘করোনার সময় নজিরবিহীনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সদস্যরা। মুজিববর্ষের অনুষ্ঠানের অর্থ দিয়ে ঘর তৈরি করে দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে পুলিশ।’

পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জরাজীর্ণ অবস্থায় পুলিশের ব্যারাকগুলো ছিল। সেগুলোর সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.