অবশেষে ইউক্রেনের যুদ্ধবন্দির সংখ্যা জানালো রাশিয়া

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনের ৬ হাজার যুদ্ধবন্দি রয়েছে বলে জানিয়েছে মস্কো। দুই দেশের বন্দি বিনিময়ের একদিন পর গত e„হস্পতিবার (৩০ জুন) এ কথা জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, ইউক্রেনের বন্দি অথবা আত্মসমর্পণ করা এসব সেনাদের সংখ্যা ৬ হাজারের বেশি।

এদিকে কিয়েভ জানিয়েছে, ৯৫ জন ইউক্রেনীয় সেনা নিজ ঘরে ফিরেছে, যারা মারিউপোলের আজভস্টল স্টিল কারখানায় রুশ বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই পর্যন্ত ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মুক্তি পাওয়া অধিকাংশই গুরুতর আহত। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজভ স্টিলে কারখানায় রুশ বাহিনীর সঙ্গে একটা রক্তক্ষয়ী লড়াই হয় রুশ যোদ্ধাদের। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় মস্কো।

সেসময় বিধ্বস্ত মারিউপোলের অনেক ইউক্রেনীয় যোদ্ধাকে আটক করে নিজ দেশে নিয়ে গেছে রুশ কর্তৃপক্ষ। এসব সেনাদের দ্রুত মুক্তি দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিয়েভ। রাশিয়ার হামলায় মারিউপোলে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published.