নির্বাচন শব্দটা মুখে আনবেন না: গয়েশ্বর

প্রশান্তি ডেক্স॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অনেকে বলছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে। আমি বিশ্বাস করি না। এমনও তো হতে পারে, বাংলাদেশে যে ঘটনা ঘটবে তাতে শ্রীলঙ্কার ঘটনা মানুষ ভুলে যাবে।

গত শনিবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। যুবদল ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘অধিকার আদায়ের কথা বললে জেলখানায় নেবেন? নিতে পারেন। কিন্তু আপনারা সেই জেলখানায় যেতে পারেন কিনা একটু ভাবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যেতে নির্বাচনি ইশতেহার তৈরি করছে না বিএনপি। এই সরকারকে কীভাবে বিদায় করা যায় বিএনপি সেই ইশতেহার তৈরি করছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কী করছে তা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই। নির্বাচন শব্দটা মুখে আনবেন না। নির্বাচন নিয়ে কোনও কথা নয়। এই দেশে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।’

‘বিএনপি একটি পতিত দল’ বলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যিনি বলেছিলেন জীবনে আর কোনও দিন রাজনীতি করবেন না, আজ তিনি বলেন বিএনপি পতিত দল। আমার কথা হচ্ছে বিএনপি যদি পতিত দল হয় তাহলে আমাদের নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন বিএনপিকে মিটিং-মিছিল সভা সমাবেশ করতে দিতে চান না?’ সমাবেশে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.