আইসিজে’র রায়কে স্বাগত জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের আপত্তি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস খারিজ করে দেওয়াকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্রবার (২২ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গাম্বিয়া ও মিয়ানমার মামলায় মিয়ানমারের চারটি আপত্তি আইনি ও পদ্ধতিগত কারণে খারিজ করে দিয়েছে আদালত।

বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান খুঁজে পাওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ও দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। এর ফলে রোহিঙ্গাদের আইনি অধিকারসহ নিজ ভূমিতে প্রত্যাবাসনে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

Leave a Reply

Your email address will not be published.