অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কসবায় এক ব্যক্তিকে কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহসপতিবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রট মাসুদ উল আলম ভাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া গ্রামের মৃত ধন মিয়ার ছেলে দেলোয়ার (৩৫) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহৃত বেকু জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজতে পাঠিয়েছে কসবা থানা পুলিশ।
কসবা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পি পি এম জানান ,দীঘদিন যাবৎ এলাকার পাহাড়গুলো প্রভাবশালী লোকজন নিশ্চিহৃ করে যাচ্ছে। আমি আইনমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলমকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে উপজেলা নিবার্হী অফিসারকে একাদিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.