কসবায় যৌথ অভিযানে গ্রেফতার ১০ ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

ভজন শংকর আর্চায্য, কসবা (ব্রাহ্মণবাড়যি়া)  প্রতনিধি॥ কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে কসবা থানা পুলিশ ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে উপজেলার কুটি কুটি চৌমুহনীতে হোটেল শ্রমিক ভাই ভাই হইতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ নারীসহ ৯জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

সাজা প্রাপ্ত হলেন কলি আক্তার (২৪) মাহিনুর আক্তার (২০) নুরজাহান আক্তার (৩৮) জেসমিন আক্তার (২০) নাজমা আক্তার (২০) শান্তা আক্তার (২০) আমির হোসেন (৩২) এনামুল হক ( ৩০) আরিফুর রহমান (২৫) ও হানিফ মিয়া (২৫)

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিব সরকার।

অপরদিকে কুটিবাজারে অভিযান চালিয়ে মোঃ হানিফ মিয়া (৪৫) কে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, সাজাপ্রাপ্ত সকল আসামি ওই হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। সকল আসামীকে জেলা কারাগার ব্রাহ্মণবাড়িয়াতে পাঠানো করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.