কসবায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটি পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে জন্মবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মো.গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, সহকারী কমিশনার (ভ’মি) সনজীব সরকার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামছুল আলমসহ অন্যরা। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হান্নান।

Leave a Reply

Your email address will not be published.