গ্রাম্য ডাক্তারের ভূল চিকিৎসায় খামারের ৪২টি ছাগলের মৃত্যু; কসবায় অসহায় দরিদ্র পরিবারকে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের আর্থিক সহায়তা প্রদান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধি ঃ গত সোমবার (১আগষ্ট) বিকেলে সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের মৃত: অলি মিয়ার স্ত্রী দুই কন্যা সন্তানের জননী অসহায় জোবেদা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মর্কতা ডাঃ তারেক মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, শ্যামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম স্বপন, কসবা প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, চারগাছ এন আই ভূইয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এ,আর মোস্তাক আহমেদ, মান্দারপুর  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন সরকার, মান্দারপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ক,ম জহিরুল হক, বাদৈর ইউপি বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বাদৈর ইউপি ছাত্রলীগ সিনিয়র সহ- সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের জোবেদা বেগম। উল্লেখ্য, বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের মৃত অলি  মিয়ার স্ত্রী দুই কন্যা সন্তানের জননী অসহায় জোবেদা বেগম পল্লী মঙ্গল কর্মসূচি কুটি বাজার শাখা থেকে ঋণ গ্রহণ করে একটি ছাগল খামার তৈরি করে। উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের হাতুড়ী ডাক্তার মোবারক হোসেনের ভূল চিকিৎসায় উক্ত খামারের ৪৬টি ছাগলের মধ্যে ৪২টি ছাগল মারা যায়। বাকী ৪টি ছাগলও মরার উপক্রম । একদিকে ঋণ পরিশোধ অন্যদিকে ছাগল গুলো মরে যাওয়ায় জোবেদা বেগম এখন দিশেখারা  হয়ে পড়েছে। ফলে পরিবারটি অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন।

Leave a Reply

Your email address will not be published.