অসহায় পরিবারে টিউবওয়েল ও পাকা লেট্টিন বিতরণ করেন অগ্রভাগী

ভজন শঙ্কর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি । গত ৭ আগস্ট রবিবার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের অসহায় জীবন মিয়া, মা বোন ও দুই ভাই নিয়ে পাঁচজনের অভাব-অনাটনের সংসার। যেই পরিবারে নুন আনতে পান্তা ফুরাই সেখানে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট ও সুপ্রিয় পানির নলকূপ  নিহাই বিলাসিতা।  জীবন মিয়ার পরিবারের এমন অসহায়ত্ব নজর এরাইনি মানবতার তরে কাজ করে যাওয়া অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের। তাই অগ্রভাগীয় সাহিত্য সংগঠন জীবন মিয়ার পরিবারকে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট ও সুপ্রিয় পানির নলকূপ স্থাপন করে দিতে উদ্যোগ গ্রহণ করেন। স্বাস্থ্যসম্মত টয়লেট ও নলকূপের কাজ সম্পন্ন হওয়ায় গতকাল রবিবার অগ্রভাগীয় সাহিত্য সংগঠন স্বাস্থ্যসম্মত টয়লেট ও নলকূপের উদ্বোধন করেন।অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সজীব রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- আশফাতুল হোসেন ভূইয়া এলমান- প্রতিষ্ঠাতা সভাপতি অগ্রভাগীয় সাহিত্য সংগঠন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক ও সাংবাদিক সোলেমান খান। 

অনুষ্ঠান উদ্বোধনী ছিলেন- বায়েক ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান_ মোঃ বিল্লাল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- 

মোঃ শফিকুর রহমান- শিক্ষক, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 

মোহাম্মদ আব্দুর রশিদ_ সাবেক মেম্বার গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরুব্বী মোরশেদ মিয়া সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।এই সময় বক্তারা তাদের বক্তব্যে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের এমন মহতি উদ্যোগের ভবিষি প্রশংসা করেন। এবং বলেন বর্তমান সমাজ প্রেক্ষাপটে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের মতন মানবকল্যাণমূলক সংগঠন আরো প্রয়োজন। এবং অগ্রভাগীয় সাহিত্য সংগঠন তাদের এমন মুহূর্তে উদ্যোগ চলমান রাখবে।

Leave a Reply

Your email address will not be published.