কবরের ওপর কবর দেওয়ার ফি বাড়ালো ডিএনসিসি

প্রশান্তি ডেক্স॥ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত কবরের ওপর ফের কবর দেওয়ার জন্য ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত সোমবার (৮ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সিটি করপোরেশন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তর সিটির বনানী কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম সন্ধ্যার আলোচ্যসূচি-১০ এর সিদ্ধান্ত অনুসারে এ আদেশ জারি করা হয়েছে।

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ওই সভায় জানিয়েছিলেন, নগরবাসীকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর সিটির সমাজকল্যাণ কর্মকর্তা মুজাহিদ আল সাফিত জানান, আগে সবগুলো কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা।

বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো— উত্তরা ৪ নং সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থান।

Leave a Reply

Your email address will not be published.