কসবায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস  পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল সোমবার (১৫ আগষ্ট) সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও দোয়া মাহফিল।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড: মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন,কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হেসেন,সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার,ওসি (তদন্ত) মোঃ হাবিবুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদুল্লাহ,কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান,উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহব্বায়ক কাজী মানিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহম্মেদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান।

এদিকে কসবার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুল  দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, আলোচনা সভা, ও দোয়া আনুষ্টিত হয়। সিডিসি স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সোলেমান খানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published.