যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের বাণিজ্য আলোচনার তীব্র বিরোধিতা চীনের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য আলোচনার তীব্র বিরোধিতা করেছে চীন। গত বৃহস্পতিবার চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তাইওয়ান ও যুক্তরাষ্ট্র বলেছে, তারা নতুন উদ্যোগের অধীনে বাণিজ্য আলোচনা শুরু করবে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, প্রথম দফার আলোচনা ‘বসন্তের শুরুতে’ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাদের আলোচনায় বাণিজ্য সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতিবিরোধী মান নিয়ে আলোচনা থাকবে।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ন্যান্সি পেলোসির সফরের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের উত্তেজনা ক্রমেই বাড়ছে।

নিয়মিত প্রেস কনফারেন্সে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নারী মুখপাত্র শু জুয়েটিং বলেন, অপর দেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতায় অংশগ্রহণের পূর্ব শর্ত হলো এক চীন নীতি।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অঞ্চলটিকে নিজেদের আওতায় রাখতে চায় চীন।

Leave a Reply

Your email address will not be published.