কসবায় আক্কাস হত্যায় ১৩ জনকে আসামী করে মামলা- এখনো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আক্কাস মিয়ার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের ছোট ভাই ফারুক মিয়া (৪২) বাদী হয়ে সাবেক পৌর কাউন্সিলর আবু তাহেরসহ ১৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। আক্কাস নিহতের ঘটনায় এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহতের লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে নিহতের পরিবার।

উল্লেখ্য, পূর্বের একটি হত্যাকান্ডের জের ধরে গত সোমবার (২২ আগষ্ট) বিকেলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় উপজেলা পিকআপ ভ্যান সমিতির সভাপতি পৌর এলাকার আকাবপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো.আক্কাস মিয়া (৪৫)। হামলায় নিহতের দুই ভাই ও ভাতিজা আহত হয় ।

প্রসংগত, গত দুবছর আগে আক্কাসের চাচাতো ভাই জাহাঙ্গীর মিয়া নিহতের ঘটনায় প্রধান স্বাক্ষী ছিলেন হামলায় নিহত আক্কাস মিয়া। জাহাঙ্গীরে মামলার পরিচালনা করতো সে। সেই ঘটনার জের ধরেই গত সোমবার বিকেলে স্ত্রীর কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে আক্কাসের উপর হামলা চালায় সাবেক পৌর কাউন্সিলর আবু তাহেরের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন। পরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মারা যায় আক্কাস মিয়া।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.