সেনা সংখ্যা ১০ শতাংশ বাড়াচ্ছে রাশিয়া

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়া নিজেদের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়াতে যাচ্ছে। এর ফলে ১৯ লাখ থেকে বেড়ে সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা হবে ২০ লাখ ৪০ হাজার। গত  বৃহস্পতিবার এই বিষয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ যখন সাত মাসে গড়ালো তখন পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করলেন। যদিও এখন পর্যন্ত মস্কো চলমান সংঘাতে নিজেদের নিহত সেনাদের সংখ্যা জানায়নি। তবে ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের কয়েক হাজার সেনা হারিয়েছে। অন্তত ৪৫ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছে।

নতুন ডিক্রি অনুসারে, সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন সদস্য সংগ্রহ শুরু হবে।

এর আগে ২০১৭ সালে পুতিন রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা নির্ধারণ করেছিলেন। ওই সময় লড়াইয়ের সেনা ছিল ১০ লাখ ১০ হাজার। আর মোট সদস্য সংখ্যা ছিল ১৯ লাখ।

Leave a Reply

Your email address will not be published.