কসবা বিআরডিবির অফিস চত্বরে ৬৫৪ জন কার্ডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি 

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত  রবিবার সকালে কসবা বিআরডিবির অফিস চত্বরে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে  ৬৫৪ জন কাডধারীর মাঝে  টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য  ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর  নির্দেশনা মোতাবেক কসবা উপজেলার টিসিবির ডিলার মোঃ আবু কাউছারের মাধ্যমে ৪০৫ টাকা নির্ধারিত মূল্যে প্রতি কার্ডধারীর মাঝে বরাদ্দকৃত সয়াবিন ২ লিটার,  চিনি ১ কেজি ও মসুর ডাল ২ কেজি  পণ্য বিক্রি করা হয়।

এ সময়  ট্যাগ অফিসার হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শরিফুর রহমান,পৌর কাউন্সিলর মোঃ আবু জাহের, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক  ভজন শঙ্কর আচার্য,  যুগ্ন আহবায়ক মোঃ ফিরোজ মিয়া, কসবা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা  সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

  এলাকাবাসী নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য গরীব দুঃখী মানুষের মাঝে সরবরাহ করায় মাননীয় প্রধানমন্ত্রী,  আইনমন্ত্রী, জেলা প্রশাসক,  উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর মেয়রকে  ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published.