আগস্টের ৩০ দিনে সাড়ে ৩ হাজার ডেঙ্গু রোগী

প্রশান্তি ডেক্স॥ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭৬ জন। তাদের মধ্যে ১৪৩ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩৩ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২২ জন, যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। আর গত ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২১ জন।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৮১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৬৫৭ জন, আর বাকি ১২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৩৫৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৫৫৪ জন।

Leave a Reply

Your email address will not be published.