জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশকে সহায়তার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশেষ দূত আয়ান ফ্রাই। গত  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ১০ দিনব্যাপী বাংলাদেশ সফর শেষে জাতিসংঘ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাংলাদেশের একার পক্ষে এই বোঝা বহন করা উচিৎ নয় জানিয়ে তিনি বলেন, অনেকদিন ধরে বৃহৎ পরিবেশ দূষণকারী দেশগুলো তাদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমি বাংলাদেশের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। এটি আমার কাছে পরিষ্কার যে জলবায়ু পরিবর্তনের বোঝা বাংলাদেশের একা বহন করা উচিৎ নয়।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.