কসবায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত ধর্মীয় ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষক সহ সর্বস্তরের সকল জনগনের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেনঃ জেলা পুলিশ সুপার মো.আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো.গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক কাজী মো.আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান, কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আবদুল হান্নান, দিলীপ কুমার রায় ও কৃষ্ণপদ সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফারুক আহাম্মেদ ভূইয়া। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, স্বাধীনতার ৫১ বছরেরও একটি মহল আছে এখনো অনেকে বাংলাদেশকে বাংলাদেশ মনে করেনা। তারা বাঙ্গালী হয়েও বাংঙালী বিশ্বাস করতে পারেনা। তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ’ ও শান্তিপুর্ন উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বাদের সঠিক দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.