বাংলাদেশকে স্বীকৃতির মূল কপি হস্তান্তর করলো জার্মানি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ স্বাধীনতা যুদ্ধের পরে প্রথম যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে জার্মানি অন্যতম। ওই সময়ে যে কূটনৈতিক পত্রের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটির মূল কপি বাংলাদেশকে হস্তান্তর করেছে দেশটি।

সম্প্রতি বার্লিনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার টোবিয়াস লিন্ডনার বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে কূটনৈতিকপত্রটি হস্তান্তর করেন। বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি, অভিবাসন, মানবাধিকার, নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মতো বিষয়গুলোতে বাংলাদেশ ও জার্মানি একই ধরনের মনোভাব পোষণ করে।

স্টেট মিনিস্টার টোবিয়াস অনুষ্ঠানে বাংলাদেশে অভাবনীয় উন্নতি হয়েছে জানিয়ে বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা দেবে জার্মানি।

Leave a Reply

Your email address will not be published.