ইয়ানের তাণ্ডব, ফ্লোরিডায় আটকা পড়েছে অনেকে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ধ্বংসাত্মক শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়া হারিকেন ইয়ানের তাণ্ডবে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিপুল সংখ্যক মানুষ। বিশেষ করে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকাগুলোতে আটকা পড়েছে অনেকে। ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয় সময় গত বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপে ৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।

‘ক্যাটাগরি ৪’ মাত্রার এই হারিকেনের আঘাতে বিশেষ করে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে বহু রাস্তাঘাট।

এদিকে আটকেপড়া মানুষকে উদ্ধারে গত বৃহস্পতিবার নৌযান নিয়ে বেরিয়ে পড়েছে উদ্ধারকর্মীরা। প্লাবিত এলাকাগুলোতে আটকেপড়া মানুষকে খুঁজে বের করার চেষ্টা চালান তারা।

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কখনও এই মাত্রার ঝড় দেখিনি।’ বড় ধরনের দুর্যোগ ঘোষণা অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, কোস্টা দ্বীপে আঘাত হানার প্রায় দেড় ঘণ্টা পর ফ্লোরিডার মূল ভূখণ্ডে আসে ইয়ান। এ সময় বাতাসের গতিবেগ কিছুটা কমে ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: এপি, বিবিসি, আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published.