বন্ধ হচ্ছে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ চাকরি হারাতে যাচ্ছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২ জন কর্মী। ব্যয় সংকোচনের অংশ হিসেবে কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় মাধ্যমটি। শুধু তাই নয়, বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। তবে অনলাইনে তাদের পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান ব্যয় এবং লাইসেন্স ফি নিষ্পত্তির কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন করে অনলাইন পরিষেবায় যুক্ত হবে কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু ভাষা।

প্রতিবেদনে আরও বলা হয়, বিবিসি আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে প্রায় ৩২১ কোটি টাকা সঞ্চয়ের চেষ্টা করছে। এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ কমানোর প্রস্তাব করছে বিবিসি।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংরেজি ছাড়াও ৪০টির বেশি ভাষায় রেডিও, টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকে। ধীরে ধীরে অন্যান্য ডিজিটাল কন্টেন্ট বাড়াতে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।  সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published.