জিডিপি অর্জনে দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

প্রশান্তি ডেক্স॥ দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক। প্রথম অবস্থানে থাকবে মালদ্বীপ, আর দ্বিতীয় অবস্থানে ভারত। চলতি অর্থবছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে শীর্ষে থাকা মালদ্বীপ ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। এর পরের অবস্থানে থাকা ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে আরও জানানো হয়, চলতি অর্থবছরে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হবে ঋণাত্মক। দেশটি মাইনাস ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আফগানিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। এছাড়া একই সময়ে ভুটান ৪ দশমিক ১, নেপাল ৫ দশমিক ১ এবং পাকিস্তান মাত্র ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published.