পুতিন ‘তামাশা’ করছেন না, সতর্ক করলেন বাইডেন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘তামাশা’ করছেন না বলে সতর্ক করেছেন জো বাইডেন। এমনকি স্নায়ুযুদ্ধের পর বিশ্ব প্রথমবার পারমাণবিক (আরমাগেডন) বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পুতিনের হুঁশিয়ারির মধ্যেই গত বৃহস্পতিবার এ মন্তব্য করলেন তিনি। গত  শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, আমরা কেনেডি এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এ ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে পড়িনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমি মোটামুটি চিনি। তিনি যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র, জৈবিক বা রাসায়নিক অস্ত্রের ব্যবহারের হুমকি দেন তখন মোটেই তামাশা করছেন না।

উল্লেখ্য, কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে ১৯৬২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধে জড়ানোর পরিস্থিতি তৈরি হয়। ওই প্রসঙ্গ টেনে মার্কিন বাইডেন আরও বলেন, ‘কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি রয়েছে।’

সম্প্রতি পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। জাতির উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, নিজেদের অস্ত্র দিয়ে পশ্চিমাদের, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ সাড়া দিতে তিনি প্রস্তুত। রাশিয়া যদি মনে করে আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তাহলে আমাদের কাছে থাকা সব পদ্ধতি ব্যবহার করব। এটি শুধু কথার কথা না।’

Leave a Reply

Your email address will not be published.