ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মাসুদ উল আলম

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মাসুদ উল আলম।

প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর বাচাই কমিটি এ তালিকা প্রকাশ করে। কমিটির প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

গত সোমবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম।

মাসুদ উল আলম বর্তমানে কসবা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্তব্যরত আছেন।

সংশ্লিষ্টরা জানান, জনাব মাসুদ উল আলম উপজেলা যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তাঁর নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা।

এ ব্যপারে কসবা উপজেলা নির্বাহী অফিসার অফিসার মাসুদ উল আলম বলেন, ‘এই অর্জন আমার সম্মানিত শিক্ষকদের, যাঁরা সব সময় সব ধরনের কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।’

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় কসবা উপজেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published.