দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এর চিরস্মরণীয় নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ইসকন জিবিসি ও  দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ  ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামে ১৯৪৫ সালের ১৭সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত জমিদার  পরিবারে শুভ আবির্ভাব ঘটে। তার পিতার নাম কুমুদ রঞ্জন দাশ এবং মাতার নাম চিন্ময়ী দাশ।

গুরু মহারাজের ইচ্ছে ছিল কুটি এলাকায় তার জন্মস্থানে ইসকন কুটি প্রজেক্ট নামে একটি প্রকল্প চালু করার।প্রজেক্ট বাস্তবায়নের ব্যাপারে শত ব্যস্ততার মাঝেও গুরু মহারাজ সময় পেলেই কুটিতে চলে আসতেন ভক্তদের মাঝে। গুরু মহারাজের দীন শিষ্যবৃন্দের সহযোগিতায় ৬ একর জায়গার ব্যবস্থা হয়েছে এবং বুড়ি নদীর উপর সেতু নিমিত হয়েছে। এখন বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হচেছ। 

এদিকে গুরু মহারাজের কর্মময় জীবনী নিয়ে শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সম্পাদনায় চিরস্মরণীয়  নামক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.