পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়ার

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-পরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ জাতিসংঘে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা পশ্চিমাদের প্রভাব বিস্তার করতে মহাকাশকে ব্যবহার করছে।

লিখিত নোট থেকে পড়ে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা উপগ্রহগুলো ব্যবহার করে সহযোগিতা করার প্রবনতা চরম বিপজ্জনক।

জাতিসংঘের ফার্স্ট কমিটিকে ভরোনস্তভ বলেন, এর ফলে বেসামরিক অবকাঠামো রাশিয়া পাল্টা হামলার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ইউক্রেনের সমর্থনে পশ্চিমাদের এসব উপগ্রহ ব্যবহার ‘উসকানিমূলক’।

তিনি বলেন, আমরা বেসামরিক মহাকাশ অবকাঠামো ব্যবহারের কথা বলছি। এগুলোর মধ্যে বাণিজ্যিক উপগ্রহও রয়েছে।

অবশ্য রুশ কর্মকর্তা নির্দিষ্ট করে কোনও উপগ্রহ কোম্পানির কথা বলেননি। তবে এই মাসের শুরুতে স্পেসএক্স কোম্পানির এলন মাস্ক বলেছেন, তার কোম্পানি ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা জারি রাখবে।

Leave a Reply

Your email address will not be published.