সেমির সম্ভাবনা নিয়ে তাসকিন, ‘মিরাকল হলেও হয়ে যেতে পারে’

প্রশান্তি বিনোদন ডেক্স॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাগজে-কলমে এখনও সেমিফাইনালের আশা টিকে আছে বাংলাদেশের। প্রথমে গত রবিবার পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে শ্রেয়তর রান রেটে থাকতে হবে। তার পর আশায় থাকতে হবে সুপার টুয়েলভে ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে যেন হারে! তাসকিন আহমেদ অবশ্য জানিয়েছেন, এসব হিসাব-নিকাশ তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবু নিজেদের কাজটা ঠিকমতো করে রাখতে চান। আর সেটা হলো পাকিস্তানের বিপক্ষে জয়।

গত শুক্রবার অ্যাডিলেডের কারেন রোলটন ওভালে সংবাদ মাধ্যমকে তাসকিন আহমেদ বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে হলে অনেক হিসাব-নিকাশ করতে হবে। এটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো পরের ম্যাচে ভালো খেলা এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।’

অলৌকিক কিছু না ঘটলে টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার হবে বাংলাদেশের শেষ ম্যাচ। তাসকিন কিন্তু মিরাকলের আশা ছাড়ছেন না, ‘এই গ্রুপের বেশিরভাগ ম্যাচ উত্তেজনাপূর্ণ হচ্ছে। তো এখনও যে কোনও কিছু হতে পারে। মিরাকল হলেও হয়ে যেতে পারে।’

আগের ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও তারা বৃষ্টি আইনে পাঁচ রানে হেরেছে। কিছু বিতর্কিত ঘটনাও সঙ্গী হয়েছে। তাসকিন এখন সেসবকে অতীত হিসেবেই ভুলে থাকতে চাইছেন, ‘আপনারা জানেন এসব আমাদের নিয়ন্ত্রণে নেই। বিশেষ করে আম্পায়ারদের সিদ্ধান্ত বা অন্য কিছু। তবে হ্যাঁ, কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ফেক থ্রো বা অন্য বিষয়। এগুলো নিয়ন্ত্রণের বাইরে। এসব নিয়ে ভাবার কোনও মানে নেই। সবচেয়ে বড় কথা ম্যাচটা এখন অতীত। তাই সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।’

পাকিস্তান ম্যাচ নিয়ে তার কথা, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোন বিষয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। শুধু একটি জিনিস মোমেন্টাম পরিবর্তন করতে পারে। যদি বোলাররা ভালো বোলিং করতে পারে এবং প্রতিপক্ষকে ১৬০ বা ১৫০ এর মধ্যে আটকে রাখতে পারে। তাহলে আমাদের জয়ের ভালো সুযোগ রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.