চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুই কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় ইয়র্কে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ব্রিটেনের রাজা ও ক্যামিলাকে লক্ষ্য করে ছোড়া চারটি ডিম শূন্যে ওড়ে যাচ্ছে। তবে এই ঘটনায় তাদের কর্মকাণ্ড বন্ধ হয়নি।

এ সময় পুলিশ কর্মকর্তারা দ্রুত এক বিক্ষোভকারী সরিয়ে দেয়। ওই ব্যক্তি জোরে স্লোগান দিচ্ছিলেন। সেখানে উপস্থিত অনেকে বিদ্রূপ করে পাল্টা স্লোগান দেন, ‘ঈশ্বর রাজার রাজায় সহায় হোন’।

মা দ্বিতীয় রানি এলিজাবেথের মৃত্যুর পর সেপ্টেম্বরে রাজা হন চার্লস। বর্তমানে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে দুই দিনের সফরে রয়েছেন তিনি।

এর আগে ২০২২ সালে মধ্যাঞ্চলীয় নটিংহ্যাম সফরের সময় এলিজাবেথের রাজকীয় গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এছাড়া ১৯৯৫ সালে ডাবলিনে চার্লসকে লক্ষ্য করে ডিম ছুড়েছিল ব্রিটিশবিরোধী বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published.