ফ্রিজে দুর্গন্ধ দুরীকরণে কি করবেন

প্রশান্তি স্বাস্থ্য ডেক্স॥ ফ্রিজ খুললেই ভ্যাপসা গন্ধ পাওয়া যায় অনেক সময়। ফ্রিজে খাবার ঢেকে না রাখা, ফ্রিজের ভেতরে খাবার, দুধ বা তরল কিছু পড়ে যাওয়া, শাকসবজি বেশিদিন রাখার কারণে নষ্ট হয়ে যাওয়াসহ নানা কারণে দুর্গন্ধ হতে পারে ফ্রিজে। এই ধরনের দুর্গন্ধ যেন না হয় সেজন্য সবসময় খাবার ঢেকে রাখতে হবে ফ্রিজে। এছাড়া নিয়মিত পরিষ্কার করাও জরুরি। জেনে নিন ফ্রিজের দুর্গন্ধ দূর করার কিছু টিপস।  

  • ফ্রিজের ভেতরে ২-৩টি পাউরুটি রাখুন। ফ্রিজের গন্ধ শোষণ করে নেবে এগুলো।
  • কমলার রস বের করে পানিতে মিশিয়ে ফ্রিজ পরিষ্কার করুন। এতে ফ্রিজের সব বাজে গন্ধ দূর হবে। কমলার পরিবর্তে পুদিনাও ব্যবহার করতে পারেন, এছাড়া ফ্রিজ পরিষ্কার করার পর কমলার খোসা রেখে দিন ফ্রিজের ভেতরে।
  • একটি বাটিতে খানিকটা বেকিং সোডা নিয়ে রেখে দিন ফ্রিজের ভেতরে। গন্ধ দূর হবে।
  • কফি বিন পিষে বাটিতে করে রেখে দিন ফ্রিজে। কফির শক্তিশালী গন্ধে দূর হবে অন্যান্য দুর্গন্ধ।
  • এক ভাগ আপেল সিডার ভিনেগার তিন ভাগ পানির সঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন।
  • ভ্যানিলা এসেন্সে তুলা ডুবিয়ে ফ্রিজে রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।

Leave a Reply

Your email address will not be published.