কসবায় জালনোট প্রচলন প্রতিরোধে  জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

ভজন শংকর আর্চায্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ ॥ গত বুধবার (২৩ নভেম্বর) কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক জনতা ব্যাংক লিমিটেড কসবা শাখার উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস ব্রাহ্মণবাড়িয়া উপ- মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচাল ওম প্রকাশ ধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনতা ব্যাংক লিমিটেড কসবা শাখার ব্যবস্থাপক(এসপিও) এখলাছ খান।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল হান্নান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংক ব্যবস্থাপক, শিক্ষক , সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.