নির্বাচন হলে জনগন নির্ধারন করবে কে সরকার গঠন করবে….আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। এরপর নির্বাচন হলে জনগন নির্ধারন করবে কে সরকার গঠন করবে। গত শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে  ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় ২ একর ৫৯ শতাংশ খাস জমিতে ৮৫ টি ঘর নির্মানের নতুন জাগয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

এসময় আইন সচিব মোঃ গোলাম সরোয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক কাজী আজহারুল ইসলাম,কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম সহ দলীয় নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী আরো বলেন, ভারতের বাধার মুখে বন্ধ থাকা কসবা রেল স্টেশন ও সালদানদী রেল স্টেশনে ডাবল রেল লাইন নির্মানের কাজ পুনরায় শুরু হওয়ার বিষয়ে আলোচনা চলছে। পরে মন্ত্রী পৌর সদরে কসবা ডায়াবেটিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন করেন। বিকেলে উপজেলার মনকাশাইর এলাকায় নবনির্মিত দেশের সর্ববৃহত আশ্রয়ন প্রকল্পের ভুমিহীন পরিবারের গৃহে প্রবেশ ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে এবং বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে মাতৃমঙ্গল ও শিশু কল্যান কেন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published.