রুশ দাবি মেনে নিয়ে সংকটের সমাধান করতে পারে ইউক্রেন: ক্রেমলিন

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, সংঘাত সমাধানে রাশিয়ার দাবি মেনে নিয়ে জনগণের দুর্ভোগের অবসান করতে পারেন ইউক্রেনের নেতারা। গত বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্কে রাশিয়ার বিমান হামলার কথা অস্বীকার করেছেন ক্রেমলিন মুখপাত্র। তিনি দাবি করেছেন, সামাজিক নিশানায় কোনও হামলা হয়নি। এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব হামলার কারণে লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

ক্রেমলিন মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রুশ হামলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। পুতিন এর আগে দাবি করেছিলেন, রাশিয়া ইউক্রেন বা দেশটির জনগণকে ধ্বংস করতে চায় না।

এর জবাবে পেসকভ বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করার সব সুযোগ ইউক্রেনের নেতৃত্বের রয়েছে। রাশিয়ার দাবি মেনে নিয়ে সংঘাত সমাধানের সব সুযোগ রয়েছে তাদের সামনে। এমনটি হলে জনগণের সব দুর্ভোগের অবসান হবে।

Leave a Reply

Your email address will not be published.