তসলিমার তির এবার বচ্চন পরিবারের দিকে!

প্রশান্তি বিনোধন ডেক্স॥ সময়ের পালাবদলে কলমের জায়গা নিয়েছে কিবোর্ড। কিন্তু বদলায়নি লেখক তসলিমা নাসরিনের ঠোঁটকাটা স্বভাব। কলকাতা বা বাংলাদেশ যেখানেই যা ঘটুক, সোশাল মিডিয়ায় নিজের মতামত জানাতে ভুল করেন না এই লেখক। এবার তার খোঁচার নিশানায় বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তার পুত্র-অভিনেতা অভিষেক বচ্চন!

‘দশভি’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এ নিয়ে গর্বিত বাবা অমিতাভ। টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘আমার গর্ব, আমার আনন্দ। তুমি নিজেকে প্রমাণ করেছো। তোমাকে অনেক উপহাস করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। তবে কাজের মাধ্যমে তুমি তার জবাব দিয়েছো। তুমি সেরা এবং সেরাই থাকবে।’

বচ্চনের এই বার্তা এড়ায়নি তসলিমা নাসরিনের নজর। খোঁচা দিয়েই বললেন, ‘অমিতাভ বচ্চনজি তার ছেলেকে এতই ভালোবাসেন যে তিনি মনে করেন তার সমস্ত মেধা ছেলের মধ্যেও আছে এবং তার ছেলে সেরা। অভিষেক ভালো, তবে আমার মনে হয় সে অমিতজির মতো মেধাবী নয়।’

তসলিমার খোঁচার বিপরীতে জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। রিপ্লাই টুইটে এই অভিনেতা বলেছেন, ‘একদম ঠিক বলেছেন ম্যাম। মেধা বা কোনও কিছুর দিক দিয়েই তার (অমিতাভ বচ্চন) ধারে-কাছেও কেউ আসতে পারবে না। তিনি সর্বদাই সেরা থাকবেন। আমি অত্যন্ত গর্বিত সন্তান।’

অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণে অভিষেক যেমন পরিচিতি পেয়েছেন, তেমনি এর বিড়ম্বনাও কম নয়। বরাবরই তাকে বাবার সঙ্গে তুলনা করা হয়। বাবার মতো মেধা কিংবা সাফল্য নেই, এসব বলে কটাক্ষ করা হয়। যদিও সব সমালোচনা হাসিমুখেই সয়ে যান অভিষেক। বাবার পরিচয়ে পরিচিত থাকতেও তার আনন্দের অন্ত নেই।

প্রসঙ্গত, গেলো এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘দশভি’ সিনেমাটি। এতে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, নিমরত কৌর প্রমুখ। এটি নির্মাণ করেছেন তুষার জালোটা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published.