শরনার্থী বা আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র ও কানাডার চুক্তি

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বেসরকারি সীমান্ত ক্রসিংগুলো থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত শুক্রবার এই চুক্তির ঘোষণা দেন।

এই চুক্তির ফলে সীমান্তের উভয় পাশের কর্মকর্তারা আশ্রয়প্রার্থীদের যেকোনও দিকে ফিরিয়ে দিতে পারবেন।

কানাডা থেকে অভিবাসীর ঢল দেখেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপটি নিউ ইয়র্ক এবং কুইবেক প্রদেশের মধ্যে বেসরকারি ক্রসিং রক্সহাম রোডে অভিবাসীদের আগমন সীমিত করার প্রচেষ্টার অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী দক্ষিণ ও মধ্য আমেরিকায় নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা ১৫ হাজার অভিবাসীর জন্য একটি নতুন শরণার্থী প্রোগ্রাম তৈরি করবে কানাডা।

ট্রুডোর সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্য এবং অভিবাসন সমস্যাগুলোর একটি সিরিজ সম্পর্কে কথা বলতে ২৪ ঘণ্টার জন্য কানাডার অটোয়াতে আছেন বাইডেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরার আগে অভিবাসন চুক্তি ঘোষণা করেন। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published.