কসবা কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা,কৈশোরকে অবহেলা নয় ওরাই করবে একদিন বিশ্বজয় এই শ্লোগানকে সামনে রেখে কসবা কিশোর- কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতা শেষে আজ শনিবার সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।কসবা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা পৌর মেয়র এম জি হাক্কানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, কবি শারমিন সুলতানা।

মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা জানান, কিশোর- কিশোরী ক্লাব সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার পৌর সভাসহ ১১টি ইউনিয়নের ছাত্র -ছাত্রী অংশ গ্রহন করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী ছাত্র -ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published.