কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠকে আধুনিক ষ্টেডিয়ামে রূপান্তর করা হবে…আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (২ জুন) বিকেলে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তেতৈয়াা ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া  স্মৃতি মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ রঙ্‌গু মিয়ার সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রুস্তম খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী জননেতা আনিসুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন, আইন সচিব মোঃ গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহামমদ সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভুইয়া বকুল, সাবেক পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, জেলা পরিষদ পেনেল চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, কসবা পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নেপাল চন্দ্র সাহা,  উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মোঃ আফজাল হোসেন রিমন,  যুগ্ন আহ্বায়ক কাজী মানিক, মোঃ আশরাফুল ইসলাম প্রত্যয় ও পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ সৈকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, ঐতিহ্যবাহী কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠকে আধুনিক স্টেডিয়ামে রূপান্তর করা হবে। তিনি টুর্নামেন্টের আয়োাজনকারীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী দিনে কসবার অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ফুটবল একাদশ ১-০ গোলে বিজয় নগর জহিরুল হক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করে। জানা যায়, উক্ত টুর্নামেন্টে মোট ১৬ টি ফুটবল দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.