কসবায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দু দিন ব্যাপী সংগীত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা ব্রাহ্মণবাড়িয়া, সংগীত শিশু ফুল, চেতনায় জাগে প্রশান্তির কুল এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত (১৯ জুলাই) বুধবার সন্ধ্যায় কসবা উপজেলা পরিষদ মিলনাযতনে অনুষ্ঠিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহামমদ আমিমূল এহসান খানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড,মোহাম্মদ রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাককানী, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, ভারত থেকে আগত  বিশিষ্ট সংগীত প্রশিক্ষক ড, শিবানী দাস ও ড, রাধাকান্ত সরকার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রওনক ফারজানা রুবা ও উদীচী জেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম স্বপন দৈনিক আমার সংবাদ পত্রিকা প্রতিনিধি ভজন শংকর আচার্য্য। অনুষ্ঠানে অনুভূতি  প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী সৃষ্টি রায় ও পুষ্প রায়।  অনুষ্ঠানে প্রশিক্ষকদের উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক  প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা।

পরে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে সংগীত প্রশিক্ষক ও প্রশিক্ষনাথীগন সংগীত পরিবেশন করেন।

তারিখ- ২০/০৭/২০২৩ ইং।

Leave a Reply

Your email address will not be published.