শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবনাবসান

প্রশান্তি ডেক্স ॥ জাতীয় সংসদের সাবেক সদস্য, শহীদ বুদ্ধিজীবী শহীদল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মেয়ে শমী কায়সার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান পান্না কায়সার।

পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর করা এই শহীদজায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে।

১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ছিলেন পান্না কায়সার। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতা তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

শহীদজায়া পান্না কায়সার দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সারকে একা মানুষ করেছেন। কিন্তু তিনি শুধু সংসার জীবনে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর প্রেসিডিয়াম মেম্বার ছিলেন ১৯৭৩ সাল থেকে। ১৯৯০-এ তিনি এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.