ঢাকার মিরপুরে বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪জনের মৃত্যু

প্রশান্তি ডেক্স ॥  ভারী বর্ষণে নাকাল রাজধানী ঢাকা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এই পরিস্থিতিতে কমার্স কলেজের পেছনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন, মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে আসা মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (৭ মাস) শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় মহসিন বলেছেন, বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় পানিতে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা যান। পরে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি। কিন্তু বৃষ্টির বেগ তখন বেশি ছিল না। রাত ৮টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। আড়াই ঘণ্টা টানা বৃষ্টির পর থেমে থেমে বৃষ্টি চলছেই। এতে ডুবে গেছে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, মিরপুরসহ বেশিরভাগ রাস্তাঘাট, অলিগলি। একদিকে যানজট অন্যদিকে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

Leave a Reply

Your email address will not be published.