কসবায় ১০০কেজি গাঁজাসহ ৪মাদক ব্যবসায়ী আটক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নৌকায় করে পাচার কালে ১০০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়িকে আটক করেছে কসবা থানা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকা থেকে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গত ২৫/০৯/২৩ইং রাতে ১২.৪৫ মিনিটে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৫), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৬), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার (২৬) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো: শহীদ (৩৬)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নদী পথে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.