ইতিহাস বদলাতে না পেরে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন শান্ত

প্রশান্তি ডেক্স ॥ ইতিহাসের হাতছানির সামনে থেকেও পারলেন সেই পুরোনো ইতিহাস বদলাতে। বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে ৮ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরও সাকিব-মুশফিকের ব্যাটিংয়ে স্কোর বোর্ডে ২৪৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের জন্য এই লক্ষ্য মোটেও কঠিন ছিল না। ২ উইকেট হারিয়ে ডেভন কনওয়ের (৪৫) পর কেন উইলিয়ামসন (৭৮) ও ড্যারিল মিচেলের (৮৯) রানে ৪৩ বল আগে দাপুটে জয় তুলে নিয়েছে কিউইরা। এমন হারের পর সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাঠগড়ায় দাঁড় করালেন দলের ব্যাটারদের।

গত শুক্রবার টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে সাকিব ও মুশফিক রান পেয়েছেন। লেট অর্ডারে ব্যাটিং করা মাহমুদ উল্লাহও রানের দেখা পেয়েছেন। সর্বোচ্চ ৬৬ রান আসে মুশফিকের ব্যাট থেকে। এ ছাড়া মাহমুদ উল্লাহ রিয়াদ ৪১ ও সাকিব ৪০ রানের ইনিংস খেলেন।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেছেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার।’

ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত আরও বলেছেন, ‘আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা জানি, বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে।’

বাংলাদেশের পরের ম্যাচ পুনেতে ভারতের বিপক্ষে। শুধু ভারত নয়, বাকি দলগুলোর বিপক্ষেও ভালো ব্যাটিং করার আশা প্রকাশ করেছেন শান্ত ‘পরের ম্যাচগুলো নিশ্চয়ই অন্যরকম হবে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে, দায়িত্ব নিতে হবে।’

ব্যাটিংয়ে ব্যর্থতার দিনে বোলারদের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘আজ তিন পেসারের কথা বলতেই হয়, তারা খুবই ভালো বোলিং করেছে। গত ম্যাচে আমরা ভালো বোলিং করিনি। কিন্তু আজ পেসাররা তাদের সামর্থ্য দেখিয়েছে, ভালো বোলিং করেছে। এটি আমাদের সামনের ম্যাচগুলোতে নিশ্চয়ই সাহায্য করবে।’

Leave a Reply

Your email address will not be published.