প্রবাসীদের ক্ষতিপূরণের ৩মিলিয়ন ডলার বাংলাদেশে পৌছেছে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ সৌদি আরবে গত নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে আদায় করা এই অর্থ দেশে পাঠিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় কার্যক্রম জোরদার করেছে। মৃত বাংলাদেশিদের সব রকম দাবি ও প্রাপ্য সুবিধা আদায় আরও দ্রুত করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.