প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা সালমান এফ রহমান

প্রশান্তি ডেক্স ॥ প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান ফজলুর রহমান অবৈতনিক উপদেষ্টা পদে থাকার সময় মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালমান এফ রহমান। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান তিনি।

২০১৯ সালের ১৫ জানুয়ারি তার নিয়োগ অবৈতনিক ও পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা ভোগ করার কথা জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.